দক্ষিন দিনাজপুর : গঙ্গারামপুর : ১৬ই মে ২০২১ : রবিবার : করোনা আবহে রক্তের তীব্র সংকট মেটাতে স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ছাত্র ফেডারেশনের রেড ভলেন্টিয়ারেরা।
রবিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিজ্ঞান মঞ্চে করোনা বিধিনিষেধ মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে করা হয় রক্তদান শিবিরটি। এই রক্তদান শিবিরে প্রায় ৩০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম এর গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী, সিপিআইএম এর গঙ্গারামপুরের নেতা পার্থ সরকার, ছাত্র ফেডারেশনের রেড ভলেন্টিয়ার তথা অনুষ্ঠানের উদ্যোক্তা রাজেশ ঘোষ সহ আরো অনেকে।