জলপাইগুড়ি : ১৮ই মে ২০২১ : মঙ্গলবার : মঙ্গলবার থেকে জলপাইগুড়িতে করোনা প্রতিষেধক টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। সোমবার রাত থেকেই টিকা নিতে দীর্ঘ লাইন পড়েছে জলপাইগুড়ি ফার্মাসি কলেজে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চারশো জনকে এদিন টিকা দেওয়া হবে। উপভোক্তারা জানান, রাত জেগে লাইনে দাঁড়িয়ে আছি। টিকা নিতেই হবে।

