জলপাইগুড়ি : মালবাজার : ২০শে মে ২০২১ : বৃহস্পতিবার : মালবাজার মহকুমার মেটেলি ব্লকের শালবাড়ি মোড়ে অবস্থিত আদিবাসী ভবন পরিদর্শন করলেন রাজ্যের অনগ্রসর সম্প্রদায় ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবাড়াইক। বৃহস্পতিবার তিনি ওই ভবন পরিদর্শন করেন। জানা যায়, ওই ভবনটিকে মন্ত্রী তার দপ্তরের অফিস হিসেবে ব্যবহার করবে।
এদিন মন্ত্রী ভবনের পরিকাঠামোগত যাবতীয় বিষয়ে খোঁজখবর নেন। ভবনের কোথায় কি কি বাবস্থ্যা করতে হবে তাও দেখেন তিনি। ভবনের বিষয়ে মেটেলির বি ডি ও বিপ্লব বিশ্বাসের কাছ থেকে যাবতীয় খোঁজখবর নেন মন্ত্রী। ওই ভবনটি মেটেলি ব্লক প্রশাসনের নিয়ন্ত্রণে আছে। এদিন মন্ত্রীর সাথে ছিলেন সমাজসেবী সঞ্জয় কুজুর, রাসেল সরকার, আগাটুস কেরকেটটা প্রমুখ।