জলপাইগুড়ি : মালবাজার : ২০শে মে ২০২১ : বৃহস্পতিবার : বৃহস্পতিবার থেকে হকার্স, ঔষধের দোকানের কর্মী, গ্যাস কর্মী, বন দপ্তরের কর্মী, পেট্রোল পাম্প কর্মীদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হল মাল ব্লক গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে। সেই কারনে সকাল থেকে প্রচুর মানুষের ভিড় এই স্বাস্থ্য কেন্দ্রে। পাশাপাশি এই স্বাস্থ্য কেন্দ্রে চলছে করোনা পরীক্ষাও। এদিন প্রায় ৭০ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৫ জনের পজেটিভ রিপোর্ট আসে। পজেটিভদের মেটেলির সেভ হোমে পাঠানো হবে বলে জানা যায়। লকডাউন চলছে তার মধ্যেও আক্রান্ত সংখ্যা কমছে না। কারন বহু মানুষ করোনা বিধি মানছে না।
আর সেই কারনে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। মালবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রিয়াঙ্কু জানা বলেন, এতদিন এই হাসপাতালে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন এর দ্বিতীয় ডোজ চলছিলো। আজ থেকে নতুন করে যুক্ত হয়েছে ভ্যাক্সিন দেওয়ার কাজ। রাজ্য সরকারের চিফ সেক্রেটারির অর্ডার বেড়িয়েছে, তাতে হকার্স, রেশন কর্মি, গ্যাস কর্মিদের নতুন করে প্রথম ডোজের ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। সেই কারনে আজ ভিড় বেড়েছে। তবে আমরা স্বাস্থ্য বিধি মেনেই নতুনদের ভ্যাক্সিন দেওয়া হচ্ছে বলে প্রিয়াঙ্কু জানা জানিয়েছেন। যা ভিড় আছে তাতে বিকেল পর্যন্ত চলবে ভ্যাক্সিন দেওয়ার কাজ।