শিলিগুড়ি : ২২শে মে ২০২১ : শনিবার : (সংবাদ দাতা : প্রসেনজিৎ পাল) : দিনভর প্রহরারত অবস্থায় দেখা মেলে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের। শনিবার শিলিগুড়ি পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের কর্মরত অফিসারেরা কুমারটুলি সংলগ্ন বস্তি এলাকা পরিদর্শনে যান। স্থানীয়দের মাঝে করোনা সচেতনতার পাশাপাশি, মাস্ক, স্যানিটাইজার, সাবান, বিস্কুট বিলি করেন পুলিশ কর্মিরা।