শিলিগুড়ি : ২২শে মে ২০২১ : শনিবার : শনিবার সাতসকালে একটি সিটি অটোতে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চম্পাসারি বাজার সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের কথায়, পাম্প থেকে তেল ভরে বের হতেই, দাউ-দাউ করে জলে ওঠে অটোটি। পথচারিরা ধাক্কা দিয়ে, অটোটি রাস্তার পাশে ফেলে দেয়। পাম্পের ভেতরে এমন ঘটনা ঘটলে, বড়সড় খতির আশঙ্কা প্রকাশ করে সকলে।