জলপাইগুড়ি : ২১শে মে ২০২১ : শুক্রবার : করোনা অতিমারিতে স্কুল কলেজ বন্ধ ছাত্র ছাত্রীরা ঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এই পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের একঘেয়েমি জীবন যাপন করছে। বিগত এক বছর ধরে অনলাইনের মাধ্যমে আর্ট কম্পিটিশনের মধ্য দিয়ে চার দেওয়ালের একঘেয়েমি ও বদ্ধতা মেটাতে কম্পিটিশনের আয়োজন করা হয়েছে শহরে, জেলা এবং রাজ্য জুড়ে।
২১শে মে শুক্রবার “প্রতিভা দেখাও” গ্রুপের জন্মদিন। ইচ্ছে ছিল জাঁকজমক করে জন্মদিনটি পালন করার। কিন্তু অতিমারি পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। তাই এদিন গ্রুপের তরফ থেকে পথচলতি মানুষদের চারাগাছ ও মাক্স বিতরণ করা হল জলপাইগুড়ির রাজবাড়ী পাড়ার ট্যাক্সি স্ট্যান্ডে স্বাস্থ্যবিধি মেনে। বর্তমানে অক্সিজেনের অভাব, তাই সকলকে সচেতন করার উদ্দেশ্যে এই উদ্যোগ। পাশাপাশি এদিন স্বাস্থবিধী মেনে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে দুস্থ ছাত্র-ছাত্রীদের রং,খাতা, মাক্স ও খাদ্য সামগ্রী তুলে দেন উদ্যোক্তারা। উদ্যোক্তারা জানান ভবিষ্যতে আরও কর্মসূচি নেওয়া হবে ।