জলপাইগুড়ি : ২১শে মে ২০২১ : শুক্রবার : যথাযোগ্য মর্যাদার সাথে জলপাইগুড়িতে প্রাক্তন প্রধান মন্ত্রীর আত্মবলিদান দিবস পালন করা হয় শুক্রবার। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবগান্ধীর ৩১তম আত্মবলিদান দিবস। সেই উপলক্ষে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে দিনটি গুরুত্বসহকারে করোনা বিধি মেনেই কয়েকজন কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে দিনটি পালন করা হয়।
প্রথমে জেলা কংগ্রেসে রাজীব গান্ধীর ছবিতে মাল্যদানের পর জলপাইগুড়ি শহরের মোর্চেন রোডে অবস্থিত রাজীব গান্ধীর মূতিতে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াত রাজীব গান্ধীর মূতিতে মাল্যদান করেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি নির্মল ঘোষ দোস্তীদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত। সুভাষ বকসী,অমিত ভট্টাচার্য,অম্লান মুনসি ,সহ অন্যান্য কংগ্রেসের কর্মীরা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি এদিন করোনা মোকাবেলায় টোটো চালক সহ পথচলতি মানুষকে স্যানেটইজ ও মাস্ক বিতরণ করা হয়।