জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২১শে মে ২০২১ : শুক্রবার : লকডাউনে যাতে কেউ অভুক্ত না থাকে সেজন্য ভ্রম্যমান অন্নফেরি ভ্যান চালু করলেন ফিনাক্স ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই অন্নফেরি ভ্যান থেকে যে কেউ খাবার নিয়ে খেতে পারবে। শুক্রবার তারা এই অন্নফেরি প্রকল্প চালু করেন। জানা গেছে, এই ভ্যানটি ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাওয়ার বিতরণ করবে। লক ডাউনের সময় এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
সংস্থার তরফে জানা গেছে, লকডাউনে যাতে কেউ অভুক্ত না থাকে এবং ভালোভাবে খেতে পারে সেজন্যই ফিনিক্স ফাউন্ডেশনের এই উদ্যোগ। লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষের সেবায় এবার অভিনব পথ বেছে নিলো ময়নাগুড়ির ফিনিক্স ফাউন্ডেশন। শুক্রবার ময়নাগুড়ি ট্রাফিক মোড় থেকে একটি ভ্রাম্যমাণ অন্ন ফেরির উদ্বোধন করেন ফিনিক্স। যার শুভ উদ্বোধন করেন ময়নাগুড়ির ট্রাফিক ওসি রিনজিং তামাং। এরপর ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় ছুটতে থাকে এই ফেরি। রাজ্যে করোনা সংক্রমন রুখতে জারি হয়েছে লকডাউন। যার কারণে মানুষ হয়ে পড়েছেন কর্মহীন। অনেকেই ঠিক মতো খাবার জোগাতে পারছেন না। তাদের কথা মাথায় রেখে এবং তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো ফিনিক্স ফাউন্ডেশন।
শুক্রবার অন্ন ফেরি নামক একটি ভ্রাম্যমাণ গাড়ির শুভ সূচনা করেন তারা। এই গাড়িতে করেই ময়নাগুড়ির বিভিন্ন প্রান্তে পৌঁছে খাবার প্রদান করবেন অভুক্ত মানুষদের জন্য। এই গাড়িতে থাকবে বিভিন্ন ধরণের খাবার, ভাত, ডাল, সবজি, থেকে শুরু করে শুকনো খাবার কলা, ফল প্রভৃতি। শুক্রবার এই অন্ন ফেরির সূচনা হওয়াতে খুশি ময়নাগুড়িবাসী। সংস্থার তরফে জানা গেছে, লকডাউনে যাতে কেউ অভুক্ত না থাকে এবং ভালোভাবে খেতে পারে সেজন্যই ফিনিক্স ফাউন্ডেশনের এই উদ্যোগ। সংগঠনের সম্পাদিকা স্নেহা মুখার্জি বলেন, ময়নাগুড়ির ক্ষুধার্ত মানুষদের খাবার পৌঁছে দেওয়ার উদ্যেশ্যে এই অন্নফেরির উদ্বোধন। যারা এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন বিশেষ করে ষাটোর্ধ যারা আছেন তাদের কাছে আমরা খাবার পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ।