মালদা : ২৩শে মে ২০২১ : রবিবার : (সংবাদ দাতা : বিশ্বজিত মন্ডল) : বিধানসভা নির্বাচনে সারা রাজ্যের সাথে মালদা জেলায় উল্লেখযোগ্য সাফল্যের পর এবারে জেলা পরিষদ রাখতে মরিয়া তৃণমূল।
বর্তমানে মালদা জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন গৌড় চন্দ্র মন্ডল। যিনি নির্বাচনের কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তখন দাবি করা হয়েছিল তৃণমূলের দখলে থাকা এই জেলা পরিষদ এখন বিজেপির দখলে। কারণ অধিকাংশ সদস্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছে। পরবর্তীতে এই গৌড় চন্দ্র মন্ডল কে জেলার মানিকচক বিধানসভা থেকে বিজেপির প্রার্থী করে দল। যদিও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্রের কাছে পরাজিত হন তিনি। কিন্তু প্রথম থেকেই তৃণমূল এই জেলা পরিষদের দখল রাখতে মরিয়া ছিল।
এবারে জেলায় নির্বাচনের অভাবনীয় সাফল্যের পর, জেলা পরিষদের বর্তমান সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল এর বিরুদ্ধে অনাস্থা আনছেন তৃণমূল। তাদের দাবি অধিকাংশ সদস্য আবার তৃণমূলে ফিরে এসেছে। ফলে মালদা জেলা পরিষদ এখন তৃণমূলের দখলে আসা সময়ের অপেক্ষা। পুরাতন মালদা একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এ কথা জানান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর।