মালদা : ২৩শে মে ২০২১ : রবিবার : (সংবাদ দাতা : বিশ্বজিত মন্ডল) : সুপ্রিম কোর্টের আইন কে বুড়ো আঙুল দেখিয়ে সম্পত্তি না পেয়ে বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল কীর্তিমান ছেলে নাতি ও বৌমা । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের পিরোজপুর ঘোষপাড়া এলাকায়।
রবিবার দুপুরে আহত অবস্থায় ওই বৃদ্ধা তার কৃত্রিমান ছেলে, নাতি ও বৌমার নামে ইংরেজবাজার থানা ন্যায্য বিচারের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করে। অভিযোগ হাতে পেয়েই ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে। জানা যায় ইংলিশ বাজারের পিরোজপুর ঘোষ পাড়া এলাকার বাসিন্দা আসিয়া বেওয়ার কাছ থেকে তার ছেলে আতাউল্লাহ শেখ, নাতি তুষার শেখ ও বৌমা বেগম বিবি সম্পত্তি নিজের নামে লেখানোর জন্য দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করছিল। কিন্তু ওই বৃদ্ধা আসিয়া বেওয়া ছেলেকে সম্পত্তি লিখে দিচ্ছিল না আর তাতেই মাঝে মধ্যেই মারধর করত ওই বৃদ্ধাকে বলে অভিযোগ। কয়েক বছর আগে আশিয়া বেওয়ার স্বামী জাহির উদ্দিন শেখ মারা যায়। স্বামীর মৃত্যুর পর ছেলে, নাতি, বৌমার কাছেই থাকত ওই বৃদ্ধা। এদিকে রবিবার সকালে সম্পত্তি লিখে নেওয়ার জোর করে চেষ্টা করছিল ওই বৃদ্ধার কাছ থেকে। আর এতেই প্রতিবাদ করায় লাঠি দিয়ে ছেলে, নাতি ও বোমা বৃদ্ধাকে মারধর করে। বাড়ি থেকে বার করে দেয়। এদিন দুপুরে ইংরেজবাজার থানায় এসে ছেলে, নাতি ও বউমার নামে লিখিত অভিযোগ করে আশিয়া বেওয়া। পুলিশ ইতিমধ্যে ঘটনাটি তদন্ত শুরু করেছে।