জলপাইগুড়ি : ৪ঠা জুন ২০২১ : শুক্রবার : করোনা সংকটকালে জেলার যে সমস্ত জায়গায় সাহায্যের প্রয়োজন সেখানে পৌঁছতে চায় রোটারি ক্লাব। প্রেস ক্লাবের কাছে তথ্যের আবেদন জানান তারা। শুক্রবার জলপাইগুড়ি রোটারি ক্লাব ও করলা ভ্যালি রোটারি ক্লাবের পক্ষ থেকে কোভিড পরিস্থিতির সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া বিভিন্ন ফ্রন্ট লাইন কর্মীদের পাশাপাশি জলপাইগুড়ি করোনা হাসপাতালে ও বেশ কিছু পুষ্টি কর খাবার এবং পানীয় তুলে দেওয়া হয়।
এই প্রসঙ্গে রোটারি ক্লাবের উত্তর পূর্ব ভারতের অন্যতম সদস্য শুভাশিস চট্টোপাধ্যায় বলেন জলপাইগুড়ি প্রেস ক্লাবে উপস্থিত হয়ে একটি সংক্ষিপ্ত আলাপ আলোচনার মাধ্যমে রোটারি ক্লাবের বিভিন্ন কর্মকান্ডের বর্ণনা করেন। এছাড়া ও শুভাশিস বাবু গণমাধ্যমের সঙ্গে যুক্ত সকল বন্ধুদের কাছে আবেদন করেন, যে এই জেলার যে সমস্ত জায়গায় বর্তমান কোভিড পরিস্থিতিতে সাহায্যের প্রয়োজন সেই সমস্ত জায়গা গুলোর সম্পর্কে জানালে রোটারি ক্লাব অবশ্যই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবার চেষ্টা করবে ।