জলপাইগুড়ি : ৪ঠা জুন ২০২১ : শুক্রবার : জলপাইগুড়ি শহরে শুক্রবার নতুন করে ৫৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করার পাশাপাশি কনটেনমেন্ট জোন করার প্রক্রিয়া শুরু করল পুরসভা।
এদিন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো বলেন সংখ্যাটা কমলেও স্বস্তির কোন ব্যাপার নেই, সকল মানুষকে নিজেকেই সতর্ক থাকতে হবে, সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। আতঙ্কিত হবেন না সবাই কে সাবধানে থাকতে হবে এবং সর্তক থাকতে হবে। তিনি আরও বলেন, করোনা আক্রান্ত রোগীদের প্রতি মানবিক ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে। কোন সমস্যায় পড়লে পুরসভার হেল্প লাইন ৮০১৬০৫৯২৯১ (8016059291) এই নম্বরে যোগাযোগ করুন।