জলপাইগুড়ি : ৯ই জুন ২০২১ : বুধবার : জলপাইগুড়ির তিস্তার চর এলাকার টাকিমারী ভালবাসার মোড় থেকে উদ্ধার হল একটি বিশাল আকারের অজগর সাপ। জানা গেছে, পাশে লাগোয়া জঙ্গল থেকে অজগরটি লোকালায়ে চলে আসে। স্থানীয় এলাকার বাসিন্দারা জানান, কয়েকদিন ধরেই ওই এলাকার অনেকেরই হাস মুরগী কমে যাচ্ছিল।
এদিনও দেখা যায় এই অজগর সাপটি একটি হাস খাওয়ার পর বাড়ির পাশেই পড়ে ছিল। এলাকার মানুষের নজরে এলে খবর চলে যায় বন দপ্তরের কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় গরুমারা ওয়াইল্ড লাইফের কর্মী ও পরিবেশ প্রেমী সংগঠনের কর্মীরা। গরুমারা ওয়াইল্ড লাইফের কর্মী সৌভিক মন্ডল বলেন, প্রায় আট ফুটের একটি অজগর সাপ উদ্ধার করা হয়। অজগরটি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে যানা যায়।