জলপাইগুড়ি : ৯ই জুন ২০২১ : বুধবার : জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অনুপ্রেরণায় “পাশে আছি” প্রকপ্লের উদ্যোগে শহরের দুঃস্থ মানুষদের জন্য পুষ্টিকর খাদ্য বিলি শুরু হল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে বলেন, এখন রাজ্যে করোনা পরিস্থিতি রুখতে চলছে বিধিনিষেধ। এরই মধ্যে অনেকেই কষ্টের মধ্যে দিনযাপন করছেন। তাদের কথা চিন্তা করে বুধবার জলপাইগুড়ি শহরে এই শুকনো খাবার বিলি করা হয়। পুষ্টিকর খাদ্য হিসেবে দেওয়া হয় ফল, দুধ, হরলিক্স, ম্যাগি, বিস্কুট , খেজুর , সাবান, ও মাক্স। এদিনের এই কর্মসূচিতে সদর প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।