জলপাইগুড়ি : ৯ই জুন ২০২১ : বুধবার : জলপাইগুড়িতে ফের করোনার থাবা সঙ্গে বাড়ছে মৃত্যু। বুধবার জলপাইগুড়ি শহরে তিনজন চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু হল দাবী পুর কর্তৃপক্ষের। এদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে শহরের বেসরকারী হাসপাতালে।
এদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবার নতুন করে শহরে ৬০ জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন বলে দাবী জেলা স্বাস্থ্য দফতরের। আক্রান্তদের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করে কনটেনমেন্ট জোন করার প্রক্রিয়া শুরু করল পুর কর্তৃপক্ষ।
পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো বলেন, এরপরেও একাংশ বাসিন্দা অযথা রাস্তায় বের হচ্ছেন বলে অভিযোগ। অকারণে রাস্তায় বের না হওয়ার বার্তা দেন তিনি। সকলকে সাবধানে ও সর্তক থাকতে অনুরোধ জানান।