শিলিগুড়ি : ৯ই জুন ২০২১ : বুধবার : খাবার বিলি করলেন, শিলিগুড়ির বিজেপি নেতা নান্টু পাল। বুধবার ঋষি অরবিন্দ রোডের দলীয় কার্যালয় থেকে, শতাধিক দুঃস্থদের খাবার বিলি করেন তিনি। সরকারী বিধি নিষেধের শুরু থেকেই তিনি নানান সমাজসেবা মূলক কাজ করে চলেছেন। মাস্ক, স্যানিটাইজার, খাদ্য সামগ্রী বিলি করবার পাশাপাশি সচেতনতামূলক প্রচারও চালান তিনি।