জলপাইগুড়ি : মালবাজার : ১১ই জুন ২০২১ : শুক্রবার : গত কয়েকদিন যাবৎ হাতির তান্ডব অব্যাহত মালবাজার মহকুমায়। কখনো হাতির দল নষ্ট করছে জমির ফসল আবার কখনো লোকালয়ে এসে ভাঙ্গছে ঘরবাড়ি। রাতভর বন দপ্তরের কর্মিরা টহল দিতে দিতে হিমসিম খাচ্ছে।
বৃহস্পতিবার রাতে এরকম একদল হাতি গরুবাথান ব্লকের ভুট্টাবাড়ি জঙ্গল থেকে বের হয় খাবারে সন্ধানে। রাতের বেলায় প্রথমে ভুট্টাবাড়ি এলাকায় বেশকিছু গাছ নষ্ট করে। এরপর মালবাজার বন কর্মিদের তাড়া খেয়ে চলে আসে সাইলি চা-বাগান এলাকায় একটি বাড়ি ভেঙ্গে তছনছ করে। এরপর হাতির দলটি মাল ব্লকের মানাবাড়ি এবং তুড়িবাড়ি এলাকায় চলে আসে। সেখানেও তিনটে বাড়ি ভেঙ্গে দেয় হাতির দলটি। এরপর মানাবাড়ি চা-বাগান এলাকায় তারের ঘেরা ভেঙ্গে দেয়। নষ্ট করে সুপারিগাছ সহ বিভিন্ন গাছ।
গভীর রাত পর্যন্ত মালবাজার স্কুয়াডের কর্মিরা হাতির দলটিকে ভুট্টাবাড়ি জঙ্গলে ফেরায়। তবে ভোর পর্যন্ত ভুটাবাড়ি জঙ্গল লাগোয়া এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় হাতির দলটিকে। সকালের দিকে গভীর জঙ্গলে চলে যায় দলটি। গ্রামের মানুষের অভিযোগ প্রতিদিন রাত হলেই হাতির ভয়ে দিন কাটে। মনে হয় এবার বুঝি তাদের ঘর না ভাঙ্গে। তবে মালবাজার বন দপ্তের কর্মিরা প্রতিদিন বহু রাত পর্যন্ত হাতিদের গতিবিধির ওপর নজর রেখে চলেছে। যাতে বড় বিপদ না ঘটে।