জলপাইগুড়ি : মালবাজার : ১২ই জুন ২০২১ : শনিবার : ওদলাবাড়ি পর এবার তুড়িবাড়িতে রেশন দিল নিকোডিমাস ট্রাষ্ট। এদিন প্রায় ১০০ জন কে রেশন দেন এই সংস্থা। লক ডাউনের পর থেকে বহু মানুষের রুজিরোজগার বন্ধ। বহু মানুষ দুবেলা পেট ভোরে খেতে পাচ্ছে না। কবে জনজীবন স্বাভাবিক হবে তার নিশ্চয়তা নেই। তাই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই সংস্থা গরীব মানুষের কাছে পৌছে দিচ্ছেন রেশন।
এদিন তুড়িবাড়ি এলাকায় ১০০ জন গরীব মানুষকে, চাল, তেল, সোয়াবিন, সাবান, ডাল সহ বিভিন্ন জিনিস পৌছে দেন। নিকোডিমাস ট্রাষ্ট এর ইনচার্জ তথা ওদলাবাড়ি চার্চের পাষ্টার অমন খান বলেন, আমরা ঘুরে ঘুরে একটি তালিকা তৈরি করেছি। যাদের সত্যি রোজগার বন্ধ। ঠিকঠাক খাবার পাচ্ছে না। সেই সব জায়গায় গিয়ে রেশন দিচ্ছি। এর আগে ওদলাবাড়িতে ২০০ জনে কে রেশন দেওয়া হয়েছে। আর এদিন ১০০ জন কে রেশন দেওয়া হলো। এই ভাবে বিভিন্ন এলাকায় আমরা রেশন দেবো। এদিন উপস্থিত ছিলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবু প্রধান।
