জলপাইগুড়ি : মালবাজার : ১২ই জুন ২০২১ : শনিবার : করোনা ভাইরাসের কারনে সর্বত্র চলছে লকডাউন। যার ফলে গাড়ি চলাচলও সমস্যা। বিশেষ করে পাহাড়ী সেভক এলাকা দিয়ে খুব কম গাড়ি চলাচল করছে। তবে বাস চলছে না। আর সেই কারনে চরম সমস্যায় পড়েছে সেভকের বানরের দল। খাবার না পেয়ে মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসছে এই সব বানোরের দল। তাই এই বানরদের খাবারের ব্যাবস্থা করলো শিলিগুড়ি ল্যায়েন্স ক্লাব। শনিবার সকালে শিলিগুড়ি লায়েন্স ক্লাবের সদস্যরা বিভিন্ন ধরনে খাবার নিয়ে সেভকে পৌছন।
সেভকে বানরদের সেই সব খাবার দেন। খাবারের মধ্যে ছিলো কলা, পাউরুটি, গুড়, ছোলা প্রভৃতি। ক্লাব সদস্যদের বক্তব্য, করোনা কালে এই বানরেরা খুব সমস্যায় পড়েছে। এদের খাবারের অভাব রয়েছে। আগে যখন জনজীবন স্বাভাবিক ছিলো তখন এই সেভক দিয়ে বহু গাড়ি চলাচল করতো বহু মানুষ বানরদের খাবার দিতো কিন্তু এখন রাস্তায় নেই সেরকম গাড়ি চলাচল। যার জন্য খাবারের অভাব বানরদের। তাই শিলিগুড়ি লায়েন্স ক্লাবের পক্ষ থেকে এই খাবারের ব্যাবস্থা করা হয়। এদিন সেভকে বানরদের খাওয়ান জয়ন্ত সাহা, ক্লাব প্রেসিডেন্ট লায়ন শ্যাম কানসাল, সীমা সাহা, নির্মল সাহা, সম্রাট মালাকার, সঞ্জয় মিত্তাল, সরোজ কানসাল এবং সুমন দত্ত।
