জলপাইগুড়ি : মালবাজার : ১২ই জুন ২০২১ : শনিবার : জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত রায়ের ওপরে হামলার প্রতিবাদে শনিবার দুপুরে মালবাজার থানায় কোভিড বিধি মেনে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন জমা দিলো বিজেপির মালবাজার টাউন মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন ডেপুটেশন প্রসঙ্গে বিজেপির মালবাজার টাউন মন্ডল সভাপতি দেবাশীষ পাল বলেন, গতকাল সাংসদ, জেলার রাজগঞ্জ বিধানসভার ভান্ডারী ছট এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে ফেরানোর উদ্যোগ নিয়ে ওই এলাকায় পৌঁছলে সাংসদের ওপরে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেন। এরই প্রতিবাদ জানিয়ে আমরা কোভিড আচরণ বিধি মেনে মালবাজার থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং সাথে ডেপুটেশন প্রদান করলাম ন্যায় বিচারের আসায়। এদিনের কর্মসূচীতে দেবাশীষ পাল সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীন সাহা, মানিক বৈদ্য, তাপস চক্রবর্তী, সুভাষ বোস, বিষ্ণু রায় প্রমুখ। প্রসঙ্গত মালবাজার থানার আইসি সুজিত লামা বলেন, লিখিত আকারে ডেপুটেশন জমা পড়েছে তা উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হচ্ছে।
