জলপাইগুড়ি : মালবাজার : ১৩ই জুন ২০২১ : রবিবার : করোনাতে মায়ের মৃত্যু হয়েছে। আর যাতে অক্সিজেনের অভাবে কারও মৃত্যু না হয় সে জন্য বাগ্রাকোট চুনাভাটির আনন্দ লাখোটিয়া এক সেচ্ছাসেবী সংগঠনকে দুইটি অক্সিজেন সিলিন্ডার দান করেন। দেশে করোনার আক্রমনে অনেক মানুষের মৃত্যু হয়েছে। করোনার এই আক্রমণে পীড়িত মানুষদের সাহায্যে বিভিন্ন সামাজিক সংস্থা, সাধারন মানুষকে মেডিক্যাল চিকিৎসার সুবিধা সহ নানারকম সাহায্য করে চলছেন। এরকম দেখা গেল বাগ্রাকোটের চুনাভাটির আনন্দ লাখোটিয়ার ক্ষেত্রে। ৭ই মে আনন্দবাবুর মা, বিমলাদেবী লাখোটিয়া করোনা আক্রান্ত হয়ে মারা যান। তার ছেলে আনন্দ লাখোটিয়া ও করোনা পজিটিভ হন। কয়েকদিন শিলিগুড়িতে নার্সিং হোমে চিকিৎসার পর চুনাভাটির বাড়ীতে ফিরে আসেন।
অক্সিজেনের অভাবে আর কারও যাতে মৃত্যু না হয় সে দিকে দৃষ্টি দিয়ে মায়ের স্মৃতিতে বাগ্রাকোট চুনাভাটি জনকল্যান সমিতিকে দুইটি সিলিন্ডার দান করেন। আনন্দ লাখোটিয়া বলেন, অক্সিজেনের অভাবে কারও যাতে মৃত্যু না হয় সেই দিকে তাকিয়ে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হল। তার মা-এর মত আর কারও যেন মৃত্যু না হয়। এই অক্সিজেন সিলিন্ডারের সুবিধা চুনাভাটি, বাগ্রাকোট, লিসরিভার, চন্দাকোম্পানী এলাকার অসুস্থ লোকেরা নিশুল্ক সেবা পাবেন।