মালদা : ১৩ই জুন ২০২১ : রবিবার : (সংবাদ দাতা : বিশ্বজিৎ মন্ডল ) : রাস্তায় খেলার সময় তিন বছরের এক শিশুকে কামড়ে ক্ষতবিক্ষত করে দিল কুকুরের দল। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশু ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মাদানি বিনপাড়াতে। আক্রান্ত ওই শিশুর নাম আদিত্য চৌধুরী (৩)।
জানা গেছে, এদিন সকালে দাদা চন্দন চৌধুরীর (৫) সঙ্গে বাড়ির পাশে খেলছিল আদিত্য। সেই সময় চার পাঁচটি কুকুর হঠাৎ করে তাকে আক্রমণ করে। কামড়ে তার গায়ের মাংস খুবলে নেয়। তার দাদা চন্দন বাড়িতে খবর দিলে কুকুরগুলিকে তাড়িয়ে আহত আদিত্যকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় রেফার করেছেন চিকিৎসকরা।