জলপাইগুড়ি : ধুপগুড়ি : ১৩ই জুন ২০২১ : রবিবার : করোনার দ্বিতীয় ঢেউ এ দিন কাটাচ্ছেন দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষেরা তাই রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ইভান দাসের উদ্যোগেই এই ইভানের ক্যান্টিন চালু করা হয়েছে। শুক্রবার দুপুরে ধুপগুড়ি রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় ইভানের ক্যান্টিনের পথ চলা শুরু হলো। করোনা ভাইরাস যখন গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, সেই সময় মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে কার্যত ঘরবন্দি গোটা দেশ। একদিকে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত অন্যদিকে লকডাউন । এই করোনা আবহে কারণে দুঃস্থ, অসহায় ও কর্মহীনদের জন্য এই ক্যান্টিন চালু করা হয়েছে বলে জানান রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ইভান দাস।
পুরোনো দিনের তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী মিঠুন বসাকের হাত দিয়ে এই ক্যান্টিনের শুভ সূচনা করা হয়। সাতদিন ধরে এই অস্থায়ী ক্যান্টিন চালু থাকবে। সেখান থেকে বিনামূল্যে বিতরণ করেছেন চাল, ডাল, সয়াবিন, আলু, তেল, সাবান সহ বেশ কিছু খাদ্য সামগ্রী এখান থেকে নিয়ে যেতে পারবেন দুঃস্থ ও অসহায়রা। এছাড়াও এখানে সামাজিক দূরত্ব বজায় রেখেই বিতরণ করেছেন। যোগাযোগের জন্য একটি ফোন নং দেওয়া হয়েছে। কারও আসতে অসুবিধা হলে ফোন করলে তার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে পৌছে যাবে ইভানের টিম। এর পাশাপাশি ধুপগুড়িতে এর আগে শ্রমজীবী ক্যান্টিন এবং এরপর মোদি ক্যান্টিন চালু করা হয়েছে। এই বিষয়ে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ইভান দাস বলেন, বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে করোনাকালে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। সাধারণ মানুষের কথা ভেবে হাত বাড়িয়েছে রাজনৈতিক দল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়াও এই করোনার সময়ে মানুষের পাশে দাঁড়াতেই হবে, তবে এই কঠিন সময়ে সকল দুঃস্থ ও অসহায় মানুষের জন্য আমাদের এই উদ্যোগ। এছাড়াও আমরা সবার কাছে পৌঁছাতে পারছি না। তাই এই ক্যান্টিনের থেকে দুঃস্থ ও অসহায় মানুষেরা খাদ্য সামগ্রী নিতে পারেন। আর যদি কারোর আসতে অসুবিধা হলে আমরা খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে পৌঁছে যাব।