জলপাইগুড়ি : মালবাজার : ১৩ই জুন ২০২১ : রবিবার : গত শনিবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। বাগানে বিভিন্ন কাজের চাপের জন্য বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগাতে পারে নি ওদলাবাড়ি চাবাগানের কর্মিরা। তাই রবিবার দিন ওদলাবাড়ি চাবাগানের স্টাফ এবং সাব স্টাফ জয়েন্ট কমিটির পক্ষ থেকে চাবাগানের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের গাছ লাগালেন কর্মিরা।
এদিন প্রায় ৯৫ টি গাছ চা-বাগানের বিভিন্ন এলাকায় লাগায় চা বাগানের কর্মিরা। উপস্থিত ছিলেন চা-বাগানের ম্যানেজার, সহকারী ম্যানেজারেরাও। সকলের এই গাছ লাগানো একটি উদ্দেশ্যে, গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ঠিক করা। যে ভাবে গাছ কেটে বসত বাড়ি তৈরি হচ্ছে, তাতে দিন দিন অক্সিজেনের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই সবাইকে মাঝে মধ্যে যে কোনো জায়গায় একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছে। তাতে মানুষও বাঁচবে এবং পৃথিবীতে অক্সিজেনের মাত্রা বারবে।