জলপাইগুড়ি : ধুপগুড়ি : ২৯শে জুন ২০২১ : মঙ্গলবার : করোনা আতঙ্কে দাহ করতে দেওয়া হলো না মৃতদেহ। যেহেতু ধুপগুড়ি শহরটি বাজার এলাকার মহাকাল পাড়ার কাছেই শ্মশান অবস্থিত সে কারণেই স্থানীয় বাসিন্দারা করোনা রোগী ভেবে সেই মৃত ব্যক্তিকে দাহ করতে বাধা দেয়। তারপরই ঘটে যায় ধুমধুমার কান্ড ঘটনাস্থলে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার প্রকাশ ধুপগুড়ি পৌরসভা 6 নং ওয়ার্ডের বাসিন্দা তরু দত্ত বয়স ৮০ দীর্ঘদিন যাবৎ কঠিন রোগে ভুগছিলেন এবং প্যারালাইসিস হয়েছিল কিন্তু মঙ্গলবার তিনি পরলোকগমন করেন। পরিবারে কেউ না থাকায় তার মেয়ে আরতী রক্ষিত শ্মশানে নিয়ে এলে বাধা দিতে থাকেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ যদি করোনা আক্রান্ত রোগী না হয় তাহলে পরিবারের লোকজন কোথায় কেন এলো না এ মৃতদেহ সঙ্গে এবং কেনই বা অ্যাম্বুলেন্স থেকে মোড়ানো ওই দেহকে ফেলে রেখে সে নিরাশ করে অ্যাম্বুলেন্স চালক চলে যেতে থাকে। এরপরে শুরু হয় বাকবিতণ্ডা ঘটনাস্থলে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় অবশেষে মৃতদেহটি সৎ কাজ করা হয় ওই শ্মশানে।