জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৯শে জুন ২০২১ : মঙ্গলবার : বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক যুবক। জানা গেছে, মৃত ওই যুবকের নাম অচিন্ত্য রায়(২৩)। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের নীরেন্দ্রপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার নীরেন্দ্রপুর এলাকার ওই যুবক বাড়ির পাশের একটি গাছে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানী অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে নিয়ে আসেন।
সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার ময়নাগুড়ি থানায় নিয়ে এলে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, মানসিক সমস্যা ছিল অচিন্ত্যর । সেই কারণে এই ধরণের কাজ করতে পারে। তবে পারিবারিক কোনো রকম সমস্যা হয় নি বলেই পরিবার সূত্রে খবর। মৃত ওই যুবকের কাকা অমল রায় বলেন, পারিবারিক কোনো সমস্যা হয়নি। ওর একটু মানসিক সমস্যা আছে। ময়নাগুড়ি থানা সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু হয়েছে।