জলপাইগুড়ি : মালবাজার : ২৯শে জুন ২০২১ : মঙ্গলবার : মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের সুখানী নদীর জল অনেকটাই বেড়ে যায়। মঙ্গলবার সকাল থেকে মনমোহন ধুরা যাওয়া পথে সেতুর উপর দিয়ে সুখানী নদীর জল বইতে থাকে।
যদিও সেতুটি দুই বছর আগেই সুখানী নদীর জলচ্ছাসে ভেঙে যায়। ভাঙা সেতুর উপর দিয়ে মনমোহন ধুরার মানুষ যাতায়াত করে আসছে। সোমবার সকাল থেকে সেতুর উপর দিয়ে জল বইতে থাকায় মনমোহন ধুরা গ্রামের সঙ্গে নাগরাকাটা বাজার ও ব্লক অফিস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে বিপাকে পড়ে প্রায় ৫০০ পরিবার। প্রশাসনের পক্ষ থেকে ঘুর পথে গিয়ে ত্রানের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, জল না কমা পর্যন্ত যাতায়াত করা সম্ভব নয়।