জলপাইগুড়ি : ২৯শে জুন ২০২১ : মঙ্গলবার : গৃহস্থ বাড়ির ঘর থেকে উদ্ধার হল একটি দাঁড়াশ সাপ। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি শহরের পাতকাটা কলোনী এলাকার বাসিন্দা সতীশ চন্দ্র মণ্ডলের বাড়ি থেকে একটি বড় দাঁড়াশ সাপ উদ্ধার করেন পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী দেবার্ঘ্য রক্ষিত। ওই সাপটি নির্বিষ বলে জানান তিনি।
দেবার্ঘ্য রক্ষিত বলেন, ঘরে সাপ ঢুকলে অযথা আতঙ্কিত হবেন না। শুকনো লঙ্কা পুড়িয়ে কখনও সাপ ঘর থেকে বের করা যায় না। অনেকেই আবার কেরোসিন তেল ঢেলে দেন। এভাবে কখনও সাপ তাড়ানো যায় না। সাপ দেখলে আমাদের খবর দিন অথবা বন দফতরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সাপটিকে নজরে রাখুন। তাহলে আমাদের পক্ষে সাপ উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া সহজ হবে।