জলপাইগুড়ি : মালবাজার : ৩০শে জুন ২০২১ : বুধবার : মঙ্গলবার থেকে এক টানা বৃষ্টির কারনে গরুবাথান ব্লকের দুই জায়গায় ধস পড়ে যাতায়াত বন্ধ হয়ে গেছে বুধবার সকাল থেকে।
প্রথম ধসটি পড়েছে গরুবাথান ব্লকের নিম গ্রাম পঞ্চায়েতের তুমলাবং এলাকায়। পাহাড়ের উপর থেকে মাটি পাথর রাস্তার পড়ে। এতে রাস্তার বেশ কিছু অংশ ভেঙ্গে নিচে চলে যায়। যার ফলে গরুবাথান থেকে ঝান্ডি, সুন্তালে, নিম বস্তি লাভা যাবার রাস্তা বন্ধ হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সাফাই এর কাজ শুরু হয়েছে।
দ্বিতীয় ধ্বসটি পড়েছে গরুবাথানের অম্বিওক এর কাছে। এই রাস্তাটি লাভা, লোলেগাও, কালিমং যাবার বর্ডার রোড অর্গানাইজেশনের রাস্তা। সকাল থেকে এই রাস্তা থেকে ধ্বস সরানোর কাজ চলছে। দুটি রাস্তায় ধ্বস পড়ায় সমস্যায় সাধারণ মানুষ থেকে পর্যটকেরা। তবে প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সাফাই এর কাজ চলছে।