মালদা : ৩০শে জুন ২০২১ : বুধবার : (সংবাদ দাতা : বিশ্বজিৎ মন্ডল ) : মোবাইলে সোশ্যাল মিডিয়া নিয়ে দুই বন্ধুর ঝামেলা। আর এই ঝামেলাকে কেন্দ্র করেই এক বন্ধু আরেক বন্ধুকে প্রাণে মারার হুমকি। ভয়ে বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক কলেজ পড়ুয়া। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার নহাটা গ্রাম পঞ্চায়েতের জোত বসন্ত কলোনি এলাকায়। মৃত কলেজপড়ুয়া নাম আশিস মণ্ডল বয়স (২৪)। পরিবারে রয়েছে বাবা অশোক মন্ডল মন্ডল। অশোক বাবু দুই ছেলে এক মেয়ে। আশিষ পরিবারের বড়। সে স্থানীয় মালদা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কোতুয়ালি এলাকার এক যুবক শংকর হালদার এর সাথে ওই কলেজপড়ুয়া সোশ্যাল মিডিয়া নিয়ে ঝামেলা হয়। গত পাঁচ দিন আগে সেই ঘটনার সূত্রপাত। শংকর হালদার তার বাড়িতে গিয়ে আশিস মণ্ডল কে দেখে নেবে এবং প্রাণে মারার হুমকি দিয়ে আসে বলে অভিযোগ পরিবার লোকের। এরপর আশিষ সেই ভয়ে বাড়ি ছেড়ে পিসি চারু সরকারের বাড়ি পুকুরিয়া থানার লগ্ন এলাকায় পালিয়ে যায়। এরপর মঙ্গলবার রাতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরিবারের লোকের অভিযোগ প্রাণে মারার হুমকি জেরে সে এই আত্মহত্যা করেছে। মৃত্যুর পরে সুখের ছায়া নেমে এসেছে মৃত ছাত্রের পরিবার সহ গোটা গ্রামে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।