মালদা : ৩০শে জুন ২০২১ : বুধবার : (সংবাদ দাতা : বিশ্বজিৎ মন্ডল ) : লোহার গ্রিল লাগাতে গিয়ে ইলেকট্রিক শট খেয়ে মৃত্যু হল এক গৃহবধুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদা জেলা গাজোল থানার জামডাঙ্গা এলাকায়। মৃত গৃহবধূর নাম সুলেখা গুপ্ত বয়স (৪৫)বছর। পরিবারে রয়েছে স্বামী দীপক গুপ্ত এবং তিন ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রচন্ড হারে গাজোল থানা এলাকায় বৃষ্টি হয়। সেই সময় সুলেখা গুপ্ত নামে ওই গৃহবধূ বাড়ির লোহার গেট লাগাতে যায়। সম্ভবত বিদ্যুতের তার লিক হয় লোহার গেটে লেগে থাকে। সেই সময় হাত দিতে গেলে বিদ্যুৎ পিষ্ট হয় ওই গৃহবধূ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাজল গ্রামীণ হাসপাতাল এর। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে মৃত গৃহবধূর পরিবার সহ গোটা গ্রামে।