উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৮ই জুলাই ২০২১ : বৃহস্পতিবার : বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদিন দফায় দফায় চলা প্রবল বৃষ্টিতে মাল শহরের গ্রাস আরও বাড়লো। ফুলে-ফেঁপে ওঠা নদীর জলস্রোত নিয়ে আতঙ্ক বাড়ছে। শহরের অভ্যন্তরে রেলওয়ে আন্ডারপাস সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সমস্যা দেখা দিয়েছে। প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
সকাল থেকে মাল শহরে প্রবল বৃষ্টি হয়। শহরের উত্তর পূর্ব প্রান্তে বয়ে চলা মাল নদী সম্প্রতি শহর এলাকায় থাবা বসিয়েছে। নতুন এলাকায় ভাঙ্গন শুরু হয়, এতেই আতঙ্ক বারে। রবি রায়, ভানু রায়ের মতন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বলেন, প্রবল বৃষ্টিতে নদীর জল ফুলে-ফেঁপে ওঠে। দুপুরের দিকে একটু বৃষ্টি কমতেই নদীর গ্রাস চরম আকার নেয়। আমাদের শৌচাগার সহ বাড়ির অনেকটাই অংশ নদীতে বিলীন হয়ে গেছে। বুধবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি ভেজা রাতে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি।
আমরা চাই নদীগ্রাস রোধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এদিকে কেবলমাত্র মাল নদীই নয় প্রবল বৃষ্টিতে শহরের অভ্যন্তরেও সমস্যা তৈরি হয়। রেলওয়ে ময়দানের পাশে আন্ডারপাসে জল জমে সকালে সমস্যা দেখা যায়। স্থানীয় বাসিন্দা তথা মাছ ব্যবসায়ী সোনা ভূজেল নিজে স্বেচ্ছাশ্রম দান করে আন্ডারপাসের নালায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। এতে সমস্যা কিছুটা কমেছে। শহরের বেশ কিছু এলাকায় বাড়ির চত্বরেও জল জমে সমস্যা দেখা যায়। মাল পুরসভার পক্ষ থেকে যথোপযুক্ত পদক্ষেপ নিচ্ছে।