উত্তরবঙ্গ নিউজ : শিলিগুড়ি : ১১ই জুলাই ২০২১ : রবিবার : কথায় আছে, রথযাত্রা লোকারণ্যে মহা ধূমধাম। কিন্তু কোভিডকালে জীবনযাপন অনেকটাই নিয়ন্ত্রিত। রথযাত্রাতেও তার প্রভাব পড়েছে। কিন্তু তা বলে কি রথে চড়বেন না জগন্নাথদেব? নিশ্চয়ই চড়বেন। বার্তা দেবেন সচেতনতার।
শিলিগুড়িতে ভারত নগরে ছোটদের উদ্যোগে তৈরী হচ্ছে এমনই একটা রথ। রথ সাজাতে নাওয়া খাওয়া ভুলেছে প্রেরনা, বিনিতা, অরিত্র, বর্নালী, সায়নীরা। রথ সাজাতে ব্যবহার হচ্ছে সিরিঞ্জ, মাস্ক ইত্যাদি। রথের গায়ে সাজানো থাকছে হাতে প্ল্যাকার্ড ধরা উলের পুতুল। তাদের হাতেই লেখা সচেতনতার বার্তা। কোনও পুতুল জানান দেবে মাস্ক পড়ুন। কেউ আবার বলবে অবিলম্বে ভ্যাকসিন নিন। আবার কোনো পুতুল বার্তা দেবে সামাজিক দুরত্ব বজায় রাখুন। সোমবার সামাজিক দুরত্ব বজায় রেখেই রাস্তায় নামবে কচিকাচাদের এই রথ। রথের দড়ি টানতে যারা ভিড় জমাবেন তাদের দেওয়া হবে মাস্ক।