উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১১ই জুলাই ২০২১ : রবিবার : পেট্রোপণ্যের অস্বাভাবিক মৃল্য বৃদ্ধির প্রতিবাদে অব্যাহত অবস্থান বিক্ষোভ কর্মসূচী জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির। রবিবার শহরের থানা মোড়ে অবস্থান বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন ব্যানার্জী বলেন, পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। প্রতিদিন হু হু করে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য প্রতিদিন বেড়েই চলেছে রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম। এর জেরে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। রাজ্য ও কেন্দ্র সরকারের একটি বড়ো সেস, বসে আছে এই তেলের উপর। জনসাধারণের কথা চিন্তা করে পেট্রোল ডিজেলের উপর সেস্ কমানোর দাবী রাখা হয়েছে। এই মূল্য বৃদ্ধির কারনে সাধারণ মানুষের নাভিশ্বাস। করোনা পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া। যতদিন না পেট্রোপণ্যের দাম না কমানো হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন ব্যানার্জী, সোমনাথ পাল, তপন ভট্টাচার্য, সঙ্গীতা ব্যানার্জী, লক্ষী বাগচী, শান্তা চ্যাটার্জী, লোপা মুদ্রা অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দরা।