উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১১ই জুলাই ২০২১ : রবিবার : রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা কমিটি। করোনা পরিস্থিতিতে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের রক্তের সংকট চলছে। রক্তের চাহিদা মেটাতে এবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার হাকিমপাড়া জলপাইগুড়ি ফরেস্ট অকশন হলে। ব্লাড ব্যাঙ্কের সহযোগিতার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিবিরে সদর হাসপাতালের চিকিৎসক সঞ্জিতা ব্যানার্জী সহ পাঁচ জনের প্রতিনিধি শিবিরের পরিচালনা করে। শিবির থেকে সংগৃহীত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাডব্যাংকে পাঠানো হয়।
এদিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দান করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের নেতা কর্মীরা। শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিশেষ আধিকারিক ডঃ সুশান্ত রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক, বিধায়ক প্রদীপ কুমার বর্মা, অঞ্জন গুহ ডিএফও পার্ক এন্ড গার্ডেন্স, বিমল দেবনাথ ভূমি সংরক্ষণ বিভাগের ডিএফও সহ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের সকল নেতৃত্বরা।