উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১১ই জুলাই ২০২১ : রবিবার : পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অগ্নিমূল্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবার সাইকেল নিয়ে জলপাইগুড়ি শহরের রাস্তায় নামলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা যুব সভাপতি সৈকত চ্যাটার্জি।
নিজের গাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। রবিবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে শহরের ডিবিসি রোড এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে অভিনব প্রতিবাদ করতে দেখা যায় তাঁকে। এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়ে জলপাইগুড়ির সাধারণ মানুষকে মোটরবাইক ছেড়ে সাইকেল চালানোর বার্তা দেন তৃণমূল যুব সভাপতি। অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম কমানো না হলে বড় আন্দোলন সংগঠিত করার কথাও জানান তিনি। এই নিয়ে গত দুদিন ধরে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে তৃণমূল যুব সংগঠন।