উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১৩ই জুলাই ২০২১ : মঙ্গলবার : বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আর এই ঢেউয়ে করোনা আক্রান্তের সংখ্যা কখনো বাড়ছে কখনো কমছে। এই ঢেউয়ে অনেকেই হারিয়েছেন তাদের প্রিয়জনদের। করোনা ঠেকাতে এখনো জারি রয়েছে স্বাস্থ্যবিধি। ডাক্তাররা বারবার বলছেন স্বাস্থ্যবিধি মেনে চলুন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না। কেননা একমাত্র সচেতনতাই আমাদেরকে এই করোনার হাত থেকে বাঁচাতে পারে। তবে একশ্রেণীর মানুষ যে এখনো সচেতন নয়।
মঙ্গলবার এই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। অথচ ডাক্তাররা আরও একটি বার্তা দিয়ে রেখেছেন যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে এবং সেই হবে সব থেকে আক্রান্তের সম্ভাবনা রয়েছে শিশুদের। অথচ তার পরও বেশ কিছু মানুষ মাস্ক ছাড়াই বাজারে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। অনেকের আবার মাস্ক থুতনিতে, কারো বা হাতে আবার অনেকের পকেটে। জলপাইগুড়ি শহরে এই চিত্রই দেখা গেল আমাদের ক্যামেরায়। এদিন জলপাইগুড়ি স্টেশন বাজার চত্বরে রীতিমতো গাদাগাদি ভিড়ের মধ্যেই চলছে কেনাকাটা। মাস্ক নেই অনেক ক্রেতা ও বিক্রেতাদের মুখেও। মুখে মাস্ক নেই কেন জিজ্ঞাসা করলেই বলে উঠছেন, এই তো রয়েছে হাতে, কেউ বলছেন পকেটে, কেউ বলছেন অসহ্য গরম যে কারণে নামিয়ে রেখেছি। আবার অনেকেই ক্যামেরা দেখে ঠিকঠাক ভাবে মাস্কটি পরে নিলেন। তবে অনেকেই রয়েছেন তারা এ সম্পর্কে সচেতন কিন্তু সেই সংখ্যাটা খুবই কম।