উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২০শে জুলাই ২০২১ : মঙ্গলবার : মঙ্গলবার ভোর রাতে ময়নাগুড়ির পোষ্ট অফিস মোড়ে ‘রোয়েস’ নামের একটি রেষ্টুরেন্টে সিসিটিভি ফুটেজ সহ সমস্ত ক্যামেরা ভেঙে মদ-মাছ-মাংসের পিকনিক করে চুরির ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়ি এলাকায়। অভিযোগে সাম্প্রতি ময়নাগুড়িতে চুরির ঘটনায় বেড়ে গেছে।
এই ঘটনার পর রেস্টুরেন্টের মালিক অবনিশ রায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। ইতিমধ্যেই ময়নাগুড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, ভোর আনুমানিক ৩.৩০ নাগাদ দুটি দোকানের তালা ভাঙে চোরেরা। এরপর সিসি ক্যামেরা ভেঙে দোকানের তালা ভেঙে দোকানে ঢোকে দোকান থেকে নগদ কিছু অর্থ সহ ইনভাটার, কম্পুটার মনিটর, সিসিটিভি ক্যামেরা, বাসন-পত্র, ঘি, ফ্যান সহ আরও অনান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। দোকানে ঢুকে মাছ-মাংস-মদ দিয়েও পিকনিক করে বলে অভিযোগ।