উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৩শে জুলাই ২০২১ : শুক্রবার : হেলাপাকড়ী এবং ভোটপট্টিতে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ। আশানুরূপ ফল না হওয়ায় এই অবরোধ বলে জানা গিয়েছে। ভিন্ন দুটি জায়গায় অবরোধের জেরে চ্যাংড়াবান্ধা সার্ক রোডে ব্যাপক যানজট শুরু হয়। দীর্ঘক্ষণ অবরোধ চলে দুই জায়গায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। এর সাথে পৌঁছায় ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, আইসি তমাল দাস। পরে বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেন ছাত্র -ছাত্রীরা। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল চারটায় উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে। এরপরেই অনেক ছাত্র-ছাত্রীদের আশানুরূপ ফলাফল না মেলায় ক্ষোভ দেখা দেয়। শুক্রবার ময়নাগুড়ির ভিন্ন দুটি জায়গায় অবরোধ করে ছাত্র-ছাত্রীরা।

