উত্তরবঙ্গ নিউজ : মালদা : ২৩শে জুলাই ২০২১ : শুক্রবার : (সংবাদ দাতা : বিশ্বজিৎ মন্ডল ) : দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়, দুর্ঘটনায় আহত হয় তিনজন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অমৃতি এলাকায় মালদা-মানিকচক রাজ্য সড়কে। রাতেই আশঙ্কাজনক ৪ জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন শুক্রবার ভোরে এক বাইক আরোহীর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক আরোহীর নাম বিট্টু শেখ (১৭)। বাড়ি মালদা শহরের মহেশমাটি রায়পাড়া এলাকায়। আহত বাবলু শেখ, সাদিকুল শেখ এবং খলিফ শেখের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আহতদের বাড়ি ইংরেজবাজার থানার বুধিয়া এবং মহেশমাটি এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মানিকচক থানার গোপালপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি বাইকে চেপে দুই জন বাইক আরোহী। অন্যদিক দিয়ে মালদা শহরের দিকে ফিরছিল একটি বাইকে চেপে দুই আরোহী। জানা গিয়েছে কারো মাথায় হেলমেট ছিল না। দ্রুতগতিতে দু দিক থেকে আসা দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার ব্যাবস্থা করে। চিকিৎসা চলাকালীন শুক্রবার ভোরে ১ বাইক আরোহীর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
