উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৩শে জুলাই ২০২১ : শুক্রবার : ক্রান্তি ব্লকে বিজেপিতে ভাঙন অব্যাহত ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস ও চেংমারি জিপি তৃণমূল কংগ্রেস যৌথ উদ্যোগে চেংমারি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহবুব আলম নেতৃত্বে চেংমারি ডাঙ্গাপাড়া পশ্চিম ধোলাইগাও, করাইবাড়ি মোট ২৪৮ টি পরিবার ১২৪০জন তৃণমুল কংগ্রেস যোগদান করলেন,
যোগদানকারীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে বিজেপি করতেন, কিন্তু সেখানে সন্মান পাওয়া যায় না, অনেক প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি। যোগদান সভায় উপস্থিত ছিলেন, ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহবুব আলম, জেলা মহিলা নেত্রী মহুয়া গোপ, জেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করুণাময় চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, জেলা পরিষদ সদস্য কৃষ্ণা রায়, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মানিক চন্দ্র রায় সহ অন্যান্যরা।
