উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ২৩শে জুলাই ২০২১ : শুক্রবার : ভারতীয় মজদুর সংঘ (BMS) এর ৬৭তম প্রতিষ্ঠা দিবস জলপাইগুড়ি কদমতলায় জেলা অফিসে পালন করা হয়। উপস্থিত ছিলেন, জেলা সভাপতি সঞ্জয় ঘোষ, জেলা সম্পাদক তরুন রায়, জেলা সহঃ সম্পাদক শম্ভুনাথ মিস্ত্রি, মাধব বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন অভিজিত বোস, সিদ্ধার্থ বিশ্বাস, বিকাশ শর্মা, শিবচরন দেবনাথ, শ্যামল দাস সহ আরও অনেকে।

