উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ধুপগুড়ি : ২৩শে জুলাই ২০২১ : শুক্রবার : শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ধূপগুড়ির উত্তর কাঠুলিয়ার একটি শ্রদ্ধানুষ্ঠানে গ্যাস সিলিন্ডারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গত সোমবার উত্তরকাঠুলিয়া সললা রায় নামে এক মহিলার মৃত্যু হয়। এদিন তার শ্রদ্ধানুঠানৈ রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। মুহুর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর পর বাড়ির লোকজন খবর দেন ধূপগুড়ির দমকলকে। দমকলের কর্মীরা একটি ইঞ্জিন সহ পৌছে আগুন আয়ত্তে আনে।

