উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৩শে জুলাই ২০২১ : শুক্রবার : মালবাজার মহকুমার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশির ভাগ পার্টেই বিজেপি বিধান সভা ভোটে এগিয়েছিলো। অর্থাৎ বিধান সভা ভোটে তৃণমূল ক্ষমতায় এলেও এই সব এলাকায় বিজেপি লিড নিয়েছিল। তাই এইসব এলাকায় বিজেপির শক্ত ঘাটি বলেই পরিচিত। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ওদলাবাড়ি চেল কলোনী এলাকায় বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল এ যোগদান করলো। দাবী মাল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তমাল ঘোষের।

বৃহস্পতিবার চেল কলোনীর ফুটবল মাঠে এক সভার মাধ্যমে বহু বিজেপি কর্মিরা তৃণমূল এর ঝান্ডা হাতে তুলে নেন। এদের মধ্যে মহিলার সংখ্যা ছিল বেশি। করোনা তৃতীয় ঢেউ আসছে, তবে এতেও মানুষের হুস নেই। এদিন এই সভায় বহু মানুষই বিনা মাস্কেই সভা এসেছিল। ছিল না সামাজিক দূরত্ব। সরকারি ভাবে যখন বারে বারে মানুষকে বোঝানো হচ্ছে, তখন কিছু মানুষ কোন ভাবেই সেই নির্দেশিকা মানছে না। আর এতেই আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।
মাল ব্লক সভাপতি তমাল ঘোষ বলেন, বিধানসভা ভোটের আগে বিজেপির একটা হাওয়া চলছিল। সবাই ভেবেছিল ক্ষমতায় বিজেপি আসবে কিন্তু সাধারন মানুষ মমতা ব্যানার্জি’র উন্নয়নকে ভোট দিয়েছে। যারা যারা বিধানসভা ভোটে ভুল করেছিল, তারা ভুল বুঝতে পেরে এদিন দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আগামীতে আরও মানুষ তৃণমূল এ যোগদান করবে। যোগদানকারীরা মাস্ক পড়েনি প্রসঙ্গে তমাল ঘোষ বলেন, কিছু মানুষ মাস্ক পড়েনি, সেটা সত্যি। এব্যাপারে সাধারণ মানুষকে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে। কারন তৃতীয় ঢেউ আসতে চলেছে, সেই জন্য মানুষকে সাবধান হতে হবে। মাস্ক ছাড়া বাড়ি থেকে বের যাতে কেউ না হয়, সে ব্যাপারেও জানানো হবে। মানুষ সচেতন হলেই করোনাকে আটকাতে পারবো আমরা।
