উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৩রা আগষ্ট ২০২১ : মঙ্গলবার : সরকারের উদ্যোগে ওদলাবাড়িতে নতুন ভাবে তৈরি হয়েছে ঝা চকচকে ফোর লেনের রাস্তা। ওদলাবাড়ি বাজার থেকে ক্রান্তি পর্যন্ত নতুন রাস্তা তৈরি হওয়ায় খুশি সাধারন মানুষ। এই রাস্তার মাঝেই রয়েছে এক মিটারের কংক্রীটের ডিবাইডার। সৌন্দর্যায়নের জন্য ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই ডিবাইডারের মাঝে লাগানো হচ্ছে মুল্যবান ঝাউ গাছ।
ওদলাবাড়ি বাজার থেকে এক কিলোমিটার এই ঝাউ গাছ লাগানোর কাজ চলছে। তবে রাতের অন্ধকারে ডিবাইডার থেকে ছাউগাছ তুলে নিয়ে যাচ্ছে কেউ বা কাহারা। এরকমই বেশ কিছু জায়গা থেকে চুরি হয়ে গেছে বেশ কিছু ঝাউগাছ। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা ঘোষ বলেন, এলাকাটি যাতে দেখতে ভালো লাগে সেই জন্য গ্রাম পঞ্চায়েত থেকে এই ঝাউগাছ লাগানো হচ্ছে, কিন্তু কেউ বা কাহারা কিছু ঝাউগাছ রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাচ্ছে। যারাই এই চুরি করছে, তাদের সন্ধান পেলে উপযুক্ত জরিমানা করা হবে। এব্যাপারে আমরা দেখভালের জন্য লোক রেখেছি।