উত্তরবঙ্গ নিউজ : শিলিগুড়ি : রবিবার : ৭ই আগষ্ট ২০২১ : শনিবার : করোনাকালে, দীর্ঘদিন থেকেই বন্ধ রয়েছে স্কুলের পঠন-পাঠন। অনলাইনে ক্লাশ হলেও, ভাল মোবাইল ফোন না থাকায়, অনেকেই তা থেকে বঞ্চিত হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেকের পরিজন কর্মহীন হয়ে পড়েছে। ফলে, সংসারের হাল ধরতে, খুদে পড়ুয়ারা পথে নামতে দেখা মিলছে সর্বত্রই। শনিবার এবিষয়ে তদারকি করতে গিয়ে, শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনার্সে হাজির হন আমাদের প্রতিনিধি।
সেখানে এক-দুইজন নয়, প্রায় জনা ২৫ খুদেদের দেখা মেলে ফেরিওয়ালা রূপে। অনেকের সাথে কথা বলতে গিয়ে জানা যায়, পর-পর দুবছর পঠন-পাঠন বন্ধ রয়েছে। যেমন কুলি পাড়ার অস্টম শ্রেনীর পড়ুয়া সাধন দাস, সপ্তম শ্রেনীর রাজদীপ শাহ ও রাজেন শাহ’র কথায়, বাড়িতে বসে থেকে কি লাভ? তাই সংসারে কিছুটা আর্থিক জোগানের লক্ষেই, ফেরির কাজ করছি। করোনা নিয়ে কিছুটা ভয় থাকলেও, মায়ের পরামর্শমত সবকিছু মেনেই চলি। তাদেরকে প্রশ্ন করা করা হোলো, স্কুল খুললে কি স্কুলমুখি হবে তোমরা? সকলেই একযোগে জানান, আগে স্কুল খুলুক, তখন দেখা যাবে।
এখন প্রশ্ন একটাই, স্কুল খুললেও কি এই সমস্ত খুদে নাবালক ফেরিওয়ালারা আর কি ফিরতে পারবে শিশু শ্রম এই পেশা ছেড়ে।