উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১০ই আগষ্ট ২০২১ : মঙ্গলবার : তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টা, অভিযোগের তির বিজেপির দিকে। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি আসামমোড় লাগোয়া তারাপাড়ায়। স্থানীয় সুত্রে জানা গেছে, স্থানীয় বিজেপির বুথ সভাপতির একটি ট্রাক্টর রয়েছে। সেই ট্রাক্টরের শ্রমিকের পাওনা টাকা নিয়ে বিবাদ।
সেই বিবাদ মেটাতে তৃণমূলের বুথ সভাপতি কয়েকজনকে নিয়ে গতকাল বিজেপির বুথ সভাপতির কাছে গেলে দুইজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ সেই বচসা থেকে তৃণমূল বুথ সভাপতি কে ছুরিমারে বিজেপির বুথ সভাপতির ছেলে। পাশাপাশি তারা মারধর করে। এতে তৃণমূলের দুইজন আহত। একজন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি অপরজন তৃণমূলের বুথ সভাপতি মেডিকেল কলেজে চিকিৎসাধীন। অন্যদিকে বিজেপির অভিযোগ সেই বচসার পর রাতেই বিজেপির অভিযোগ বুথ সভাপতির বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে টিভি, ফ্রিজ ও বাইক। সোমবার রাতেই ২ বিজেপি কর্মী গ্রেপ্তার। ধৃতদের মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ঘটনায় ডি এস পি হেডকোয়ার্টার সমীর পাল জানান, গতকাল রাতের ঘটনার অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।