উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৫ই আগষ্ট ২০২১ : রবিবার : বাইক ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির, গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আহত অপর ব্যাক্তিকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ৩১ নং জাতীয় সড়কের ইন্দিরা মোড় এলাকায়।
জানা যায় বাকালির দুই ব্যক্তি বাইকে চেপে জলপাইগুড়ির উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। এরপর ময়নাগুড়ি শহর সংলগ্ন ইন্দিরা মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাইকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যাক্তির। তার পুরো শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় অপরজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে সেখান থেকে তার চিকিৎসার জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ, হাইওয়ে ট্রাফিক ও দমকল কেন্দ্রের কর্মীরা। ঘটনার জেড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এই ঘটনায় জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।