উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৩ শে আগষ্ট ২০২১ : সোমবার : সারা পশ্চিম বঙ্গ চলছে দুয়ারে সরকার কর্মসূচি। বৃষ্টি কে উপেক্ষা করে রাজাডাঙ্গা এলাকার কৈলাশপুর চা বাগান এলাকায় দুয়ারে সরকার কর্মসূচী অনুষ্ঠিত হলো।
এদিনের কর্মসূচিতে পরিদর্শন করলেন শ্রম দপ্তরের আধিকারিক গণ। নর্থ বেঙ্গল জোনের জয়েন্ট লেবার কমিশনের দীপক সরকার ও ডেপুটি লেবার কমিশনার আমিয় দাস উনারা বলেন, যে পশ্চিম বঙ্গ সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা চালু করেছে তাতে অনেক অসংগঠিত শ্রমিক উপকৃত হয়েছেন।পরিদর্শনের সময় সাথে ছিলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতি সভাপতি পঞ্চানন রায়, মাল শ্রম দপ্তরের ইন্সপেক্টর তন্ময় মণ্ডল, পঞ্চায়েত সদস্য মিন্টু রায়, অসিত সূত্রধর, ও অঞ্চল সেক্রেটারি বাবলু রায়।